শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

মিজানের সমর্থনে কর্মীদের সড়ক অবরোধ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : দলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট–ছাতক মহাসড়কে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ দুপুরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলবদ্ধভাবে এসে প্রিয় নেতা মিজানকে পুনরায় মনোনয়ন প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।

স্থানীয় বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ধীরে ধীরে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছড়িয়ে পড়ে। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা জানান, দলের কঠিন সময়ে পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে মিজানই জনগণের আস্থার প্রতীক। রাজনৈতিক প্রতিটি আন্দোলন–সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি ছিল দৃশ্যমান—এমন নেতাকে বাদ দিলে কর্মীরা তা কখনো মেনে নেবেন না।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ত্যাগী নেতাদের সরিয়ে হঠাৎ চাপিয়ে দেওয়া মনোনয়ন মাঠের বাস্তবতা ও সাধারণ মানুষের ইচ্ছার সঙ্গে সাংঘর্ষিক। এতে কর্মীদের মনে চরম হতাশা তৈরি হয়েছে। তাদের দাবি—“যে নেতা বছরের পর বছর জনগণের পাশে ছিলেন, তাকে বাদ দিয়ে মনোনয়ন দিলে এলাকায় উন্নয়ন বাধাগ্রস্ত হবে, সংগঠনেও ভাঙন ধরবে।

মিছিলে তরুণ–যুবক থেকে শুরু করে প্রবীণ কর্মীরাও একত্রে জানান, “মিজানকে মনোনয়ন দিলে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে প্রস্তুত; কিন্তু অযোগ্য কাউকে চাপিয়ে দেওয়া হলে কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়বে।”

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান—তাৎক্ষণিকভাবে বিতর্কিত মনোনয়ন বাতিল করে মিজানকে পুনরায় প্রার্থী ঘোষণা করতে হবে। নাহলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভের কারণে কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656