


নিজেস্ব প্রতিবেদক : ইসলামপুর ইউনিয়নে আয়োজিত এক কমি সভায় বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সভায় তিনি দলীয় ঐক্যকে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যে মিলন বলেন, “২০১৮ সালে আমি মনোনয়ন পাইনি, কিন্তু দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে মেনে নিয়েছি। এখন একইভাবে সবাইকে সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানাই।” তিনি আরও বলেন, দলের সার্বিক স্বার্থ রক্ষা, সংগঠনকে শক্তিশালী করা এবং কর্মীদের মধ্যে ঐক্য অটুট রাখা এখন সবচেয়ে জরুরি। ব্যক্তিগত মতভেদ না বাড়িয়ে সিদ্ধান্তকে মর্যাদা দেওয়ার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শৃঙ্খলা, ঐক্য ও আসন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। সভা শেষে মিলন আশাবাদ ব্যক্ত করেন যে, দলীয় নেতাকর্মীরা একসূত্রে বদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করবেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

