শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

খসড়া ভোটার তালিকা নিয়ে রেড ক্রিসেন্ট সুনামগঞ্জে অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাচনের খসড়া ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন কয়েকজন আজীবন সদস্য।

রবিবার তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগকারীরা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত ৩০ দিন আগে সদস্য হতে আইনগত বাধ্যবাধকতা থাকলেও খসড়া তালিকার ৪৭৯ থেকে ৫৭২ নম্বর পর্যন্ত সদস্যরা গেল মাসের ১৫ তারিখের পর সদস্যপদ পেয়েছেন। ফলে তারা ভোটার হওয়ার অযোগ্য হলেও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগকারীরা অযোগ্য সদস্যদের নাম বাদ দিয়ে খসড়া তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি জানান।

এ বিষয়ে সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু বলেন, “নিয়মের বাইরে কিছু করার সুযোগ নেই। এখনো কোনো অভিযোগ পাইনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656