


বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাচনের খসড়া ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন কয়েকজন আজীবন সদস্য।
রবিবার তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগকারীরা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত ৩০ দিন আগে সদস্য হতে আইনগত বাধ্যবাধকতা থাকলেও খসড়া তালিকার ৪৭৯ থেকে ৫৭২ নম্বর পর্যন্ত সদস্যরা গেল মাসের ১৫ তারিখের পর সদস্যপদ পেয়েছেন। ফলে তারা ভোটার হওয়ার অযোগ্য হলেও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগকারীরা অযোগ্য সদস্যদের নাম বাদ দিয়ে খসড়া তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি জানান।
এ বিষয়ে সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু বলেন, “নিয়মের বাইরে কিছু করার সুযোগ নেই। এখনো কোনো অভিযোগ পাইনি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

