


সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাছ ধরার প্রতিযোগিতা (ফিশিং কনটেস্ট) আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ নভেম্বর সোমবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রশাসন জানায়, প্রতিযোগিতাটি চলবে মোট ৬০ মিনিট। অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
প্রতিযোগিতায় অংশ নিতে কিছু শর্ত নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। শুধুমাত্র বর্শি ব্যবহার করে মাছ ধরা যাবে, এবং প্রতিযোগীদের নিজ দায়িত্বে বর্শি ও টোপ আনতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি বর্শি ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রতিযোগিতার দিন রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হবে অংশগ্রহণকারীদের।
বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় নগদ পুরস্কার। তিনটি ক্যাটাগরিতে মোট ছয়জনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে রয়েছে— সর্বোচ্চ ওজনের মাছ আহরণকারী ২ জন, সর্বোচ্চ সংখ্যায় মাছ আহরণকারী ২ জন এবং মোট আহরিত মাছের সর্বোচ্চ ওজনের ভিত্তিতে ২ জন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতিযোগিতায় যে মাছ আহরিত হবে তা সকলই ফেরতযোগ্য।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

