শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জে বিএনপির ৩ আসনে মনোনয়ন মাঠ ছাড়ছেন না বঞ্চিত নেতারা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সুনামগঞ্জ-১ এ মো. আনিসুল হক, সুনামগঞ্জ-৩ এ কয়সর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ এ কলিম উদ্দিন আহমদ মিলনকে ‘প্রাথমিক’ মনোনয়ন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-২ ও ৪ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।

তবে ঘোষিত তিন আসনেই মনোনয়নবঞ্চিত নেতারা মাঠ ছাড়ছেন না। তারা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশা নিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন, যা মনোনয়নপ্রাপ্তদের জন্য বাড়তি চাপে পরিণত হয়েছে।

সুনামগঞ্জ-১ এ আনিসুল হকের পাশাপাশি কামরুজ্জামান কামরুল ও মাহবুবুর রহমান সমর্থকদের নিয়ে সক্রিয় রয়েছেন।

সুনামগঞ্জ-৩ এ কয়সর এম আহমদের বিরুদ্ধে বঞ্চিত নেতারা একজোট হয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তুলছেন। একই আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে ব্যাপক প্রচার চালাচ্ছেন এবং বঞ্চিতদের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে সুনামগঞ্জ-৫ এ মিলনকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মিজানুর রহমান চৌধুরীর কর্মী-সমর্থকরা। তারা শোডাউন করে দলের কাছে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656