শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শতাধিক ক্রিকেটারে ছাতক ওয়ার্ড লীগ ড্রাফট

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের যুবসমাজের জন্য আয়োজিত “৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ–২৫” এর প্রথম সিজনের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০:৩০ ঘটিকায় কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৪ ও ৫ নং ওয়ার্ডের আটটি গ্রাম—লেবার পাড়া, দক্ষিণ বাগবাড়ি, ভাসখলা, বাজনা মহল, শ্যামপাড়া, কুমনা, গণক্ষাই ও বকির পাড় এর শতাধিক যুব ক্রিকেটার।

টুর্নামেন্টে মোট ১০৫ জন খেলোয়ার ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি দিয়ে অংশগ্রহণ করেছেন। ৮টি টিমের জন্য অনুষ্ঠিত ড্রাফটে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার তরুণদের ক্রিকেট প্রতিভাকে তুলে ধরা, এই এলাকার যুবকদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ভবিষ্যতে আরো প্রতিযোগিতামূলক ও পেশাদারিভাবে টুর্নামেন্ট পরিচালনার ভিত্তি তৈরি করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম সদস্য ভাশখলা কিংস ইলেভেন এর প্রতিষ্ঠাতা মো: লাহিন মিয়া, আবহনী স্পোর্টিং ক্লাব ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, মোহাম্মদ রুবেল আহমেদ,মো: সালাউদ্দিন, মো: পাভেল মিয়া, মিঠুন আচার্য, ইমরান হোসাইন আবিদ, মোহাম্মদ জাকারিয়া, আবু বকর চৌধুরী, জুয়েল আহমেদ, ফজল তালুকদার , রুমেন আহমেদ, রায়হান আহমেদ, মোঃ খালেদ মিয়া, রুবাইয়াত, শোয়েব আহমেদ, নাঈম, মাহফুজ আহমেদ, সবুজ আহমেদ, মোহাম্মদ রাকিব আলী সহ আরও অনেক স্বেচ্ছাসেবক এবং ক্রীড়া প্রেমীরা। টুর্নামেন্টে প্রথম স্থান অধিকারী দল পাবেন ২০,০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী দল পাবেন ১৫,০০০ টাকা, তৃতীয় স্থান অধিকারী দল পাবেন ১০,০০০ টাকা পুরস্কার।

আয়োজক কমিটি সুষ্ঠু ও সফলভাবে ড্রাফট সম্পন্ন হওয়ায় সকল খেলোয়াড়, দলীয় প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জ্ঞাপন করেছে। উদ্বোধনী অনুষ্ঠান এর তারিখ ও ম্যাচের সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান স্থানীয় ক্রীড়া ও যুব সমাজের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্থান করে নিয়েছে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656