শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে ৬০ কেজি গাঁজার চালান জব্দ, পিকআপ রেখে পালাল চালক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে থানা পুলিশ।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যানও আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চালক ও সঙ্গে থাকা ব্যক্তিরা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করে আসছিল। সোমবার রাতে সদরপুর বাজার এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে পিকআপটি থামানোর নির্দেশ দিলে চালক গাড়ি ফেলে দ্রুত সটকে পড়ে। পরে তল্লাশি চালিয়ে পিকআপের বডির ভেতর বিশেষ কায়দায় রাখা বড় আকারের বস্তা থেকে গাঁজা পাওয়া যায়।

শান্তিগঞ্জ থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উদ্ধারকৃত গাঁজার মূল্য কয়েক লাখ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মাদকটি সুনামগঞ্জ হয়ে অন্য জেলায় পাচারের প্রস্তুতি চলছিল বলে ধারণা করছে পুলিশ। আটক পিকআপটি থানায় এনে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং ও স্থানীয় তথ্য যাচাই শুরু হয়েছে।

শান্তিগঞ্জ থানা সূত্র আরো জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যেকোনো মূল্যে মাদক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656