শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে শান্তিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান এবং পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. মো. সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আফসানা মিমি, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অনিক সেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান ও খামারী মাহমুদুল হাসান।

দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণে ১৮টি স্টল প্রদর্শিত হয়। শেষে শ্রেষ্ঠ ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারিদের সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656