শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ৫৩জন শিক্ষক-শিক্ষিকাদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়ার সভাপতিত্বে আশীষ কুমার চক্রবর্তী ও ক্যামেলিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তিনি বলেন, শান্তিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে প্রাথমিক শিক্ষায় টেকসই ও ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে, যা সবার সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা ব্যক্ত করি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, ইউপিইটিসি ইন্সট্রাক্টর বিমল কুমার সরকার।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ও কর্মরত বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

শেষে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সহকারী ৫৩জন শিক্ষক-শিক্ষিকাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন অতিথিরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656