


জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: জগন্নাথপুর ছাত্রলীগ নেতা মো: রাজান মিয়ার বাড়িতে পুলিশ তদন্ত অভিযান চালিয়েছে।
রবিবার ১০ আগস্ট বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল হঠাৎ করে তাঁর বাড়িতে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী তল্লাশি পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের একটি বিশেষ দল বিকেল সাড়ে ৪টার দিকে মো: রাজান মিয়ার বাড়িতে প্রবেশ করে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তদন্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি একটি মামলার তদন্তের অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের প্রয়োজন দেখা দেয়, যার ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।
মো: রাজান মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি জগন্নাথপুর ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

