শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

জামালগঞ্জে হাওর রক্ষায় বাঁধ নির্মাণ শুরু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ : হাওরের আগাম বন্যা থেকে বোরো ফসল সুরক্ষায় জামালগঞ্জ উপজেলায় বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। নীতিমালা অনুযায়ী সোমবার (১৫ ডিসেম্বর) হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের উপস্থিতিতে হালির হাওরে ২০ নম্বর উপ-প্রকল্পের আওতায় প্রায় ১৫ লাখ ১০ হাজার টাকার কাজের শুভ সূচনা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, বেহেলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। হরিনগর জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেনের মোনাজাত শেষে বাঁধে মাটি দেওয়ার মধ্য দিয়ে কাজ শুরু হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জামালগঞ্জ উপজেলায় হালির হাওরে ২২টি, মহালিয়া হাওরে ২টি, মিনি পাকনার হাওরে ২টি, পাগনার হাওরে ১১টি, জোয়ালভাঙা হাওরে ১টি এবং সংলগ্ন শনির হাওরের অংশে ৩টি বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পাউবো পওর-১-এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, হাওরে পানি থাকায় জরিপ ও স্কিম প্রণয়নে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধ নির্মাণ শেষ করার চেষ্টা চলছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত কাবিটা নীতিমালার আওতায় জেলার বিভিন্ন উপজেলায় মোট ৫১০টি প্রকল্প প্রস্তুত রয়েছে। বাঁধ নির্মাণের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে কাজের মান ও অগ্রগতি তদারকি জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, “নীতিমালা মেনে টেকসইভাবে বাঁধ নির্মাণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বোরো ফসল রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656