শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

দিরাইয়ে হিন্দু ধর্মের গীতা পাঠকের উপর হামলা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়ণপুর গ্রামের সনাতনী ধর্মের প্রবীণ মুরুব্বি ও গীতা পাঠক, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র কুমার সেনের উপর হামলা করেছে উগ্রবাদী জনগোষ্ঠীর লোকজন।

শনিবার (১০শে আগস্ট ২০২৪) সংখ্যালঘু ধর্মের নেতা বীর মুক্তিযোদ্ধা গীতা পাঠক রবীন্দ্র কুমার সেনের উপর গীতা পাঠরত অবস্থায় উনার উপাসনালয়ে তাহার উপরে হামলা করে উগ্রবাদী পন্থীর লোকজন ।

স্থানীয়দের কাছ থেকে, জানা যায়, সংখ্যাগরিষ্ঠ মুসলামানদের দেশে হিন্দু ধর্ম পালন করায় বিভিন্ন সময় তাদের নির্যাতন সইতে হচ্ছে রবীন্দ্র কুমার সেন ও তার পরিবার। বিভিন্ন সময় উনার নিজ ধর্ম পালন করতে গিয়ে পড়েন হুমকির মুখে। নিজের চলা ফেরা ও ধর্মীয় কোন কিছু পালন করতে লাঞ্চনার শিকার হয়েছেন। শুধু ১০ শে আগষ্ট নয় বছরের পর বছর উগ্রবাদীদের লাঞ্চনার শিকার হয়ে কাবু হয়ে পড়ছেন তিনি। উগ্রবাদী জনগোষ্ঠীর হামলায় আহত হয়ে মুক্তিযোদ্ধা রবীন্দ্র কুমার সেন হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন। তার এক আত্মীয় জানান, আমরা হিন্দু হওয়াতে প্রতিনিয়ত আমাদের বীরমুক্তিযোদ্বা রবীন্দ্র কুমার সেন উগ্রবাদী জনগোষ্ঠীর হামলা শিকার হতে হয়। তিনি খুব গুরুতর আহত হয়েছেন। উগ্রবাদী জনগোষ্ঠীর আক্রমণ সইতে না পেড়ে অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। তিনি এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা আশংকা জনক। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা চিন্তিত আছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656