শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বিজয় দিবসে বিএনপি’র শ্রদ্ধা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে পাগলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জননেতা ফারুক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম নাঈম, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম ও জিয়াউল হক, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সহিবুর রহমান ও আছকির উদ্দিন।

এছাড়াও কর্মসূচিতে উপজেলা যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও প্রজন্মদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656