শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সমবায় সমিতির দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সমবায় সমিতির সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট, জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ-এর আয়োজনে উপজেলা সমবায় কার্যালয়, শান্তিগঞ্জ, সুনামগঞ্জে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফাতেমাতুজ জহুর। তিনি সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব ও উপজেলা কৃষি কার্যালয়ের অন্যান্য কৃষি কর্মকর্তাবৃন্দ। তাঁরা সমবায়ভিত্তিক কৃষি কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আয় উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া প্রশিক্ষণে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের মোহাম্মদ রুহুল আমিন, চন্দন দাস এবং কামরুল হাসান। বক্তারা সমবায়ের গুরুত্ব, সঠিক ব্যবস্থাপনা, সদস্যদের সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সমবায় সমিতির সদস্যরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন এবং সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656