শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সোহেল আহমদ সাজু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের অন্তর্গত এরুয়াখাই গ্রামে মাইজভাণ্ডারী খানকায় দ্বীনি শিক্ষার বিস্তার ও শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ই ডিসেম্বর (সোমবার) দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় নুর মোহাম্মদের সঞ্চালনায় গোলাম হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ। এসময় তিনি বলেন-ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে ইবতেদায়ী মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ থেকে কুসংস্কার, অবক্ষয় ও অনৈতিকতা দূর করতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই অঞ্চলে এসজেডএইচ ট্রাস্টের কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

আরও বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মাওলানা আজাদ হোসাইন

বক্তারা বলেন- শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অত্রাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মাদ্রাসা এলাকার শিশুদের জন্য দ্বীনি শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমনটাই সকলের প্রত্যাশা।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসাইন, সিএ শফিকুর রহমান, লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাসিনা মোমতাজ, ডা. এআর খোকন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিকান্দার আলী, সরাইল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ইউপি সদস্য আহসান হাবিব, ডা. এনামুল হক, সমাজসেবক আনোয়ার হোসেন, ব্যবসায়ী জাকির হোসেন, এনায়েত হোসাইন, শফিকুল ইসলাম, ফুল মিয়া, মনির হোসেন, আবাবিল সংস্থার সভাপতি আজাদ হোসাইন, মানবিক কর্মী মোফাজ্জল হাসানসহ  স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও মুসল্লিগণ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দোয়ারাবাজার শাখার সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আজাদ হোসাইন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656