শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শীতবস্ত্র নিয়ে এতিম শিশুদের পাশে টিম ছাতক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি : শীত কারও জন্য আনন্দের, আবার কারও জন্য বেদনার -এই উপলব্ধিকে সামনে রেখে ছাতকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন Team Chhatak।

সোমবার (৫ই জানুয়ারি) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ইউসুফ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ‘Warm Hearts Campaign’-এর আওতায় এতিম ও অসহায় শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান সাঈদ,জুবায়ের আহমদ, মীর তানিব ও ময়নুল ইসলাম। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন তানজিম আহমেদ, এ এইচ সানী, বায়েজিদ আহমদ ও মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

শীতের কনকনে ঠান্ডায় যখন অনেক শিশু অনিশ্চয়তা আর কষ্টে রাত কাটায়, ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়ে সামান্য উষ্ণতা ও মানবিক ভালোবাসা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের খোঁজখবর নেওয়া ও মানসিক সান্ত্বনা দেওয়ার মধ্য দিয়ে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

Team Chhatak-এর সদস্যরা জানান, এই শিশুদের প্রয়োজন শুধু শীতবস্ত্র নয়- ভালোবাসা, যত্ন ও নিরাপত্তার অনুভূতিও তাদের জীবনে অত্যন্ত জরুরি। শিশুদের চোখে-মুখে দেখা নিঃশব্দ হাসিই তাদের এই মানবিক উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো সব কষ্ট দূর করতে পারবে না, তবে অন্তত শীতের রাতগুলোকে কিছুটা আরামদায়ক করবে এবং সমাজে সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেবে।

এ ধরনের মহতী কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা ও দোয়া প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে Team Chhatak জানায়, ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656