


সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল মিয়া গ্রেফতার।
শুক্রবার ৯জানুয়ারি ২০২৬ বেলা আনুমানিক দেড় ঘটিকায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাসির নগর উপজেলার হরিপুর পূর্বপাড়া নামক স্থান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল যৌথ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী জামাল মিয়াকে (৫১)কে গ্রেফতার করে।
যৌথ বাহিনী কর্তৃক আটককৃত হত্যা মামলার আসামী জামাল মিয়া পূরপাড়া হরিপুর গ্রামের আবুলাল মিয়া(৫৫) পিতাঃ দুনু মিয়া কে হত্যা করার মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি সহ সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল মিয়া উপজেলা হরিপুর ইউনিয়নের হরিপুর পূর্ব পাড়ার মৃত তোতা মিয়ার ছেলে। আসামিকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

