শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

প্রবাসী অধিকার রক্ষায় কমিউনিটি মদিনা’র অভিষেক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

আনিছুর রহমান পলাশ

নিজেস্ব প্রতিবেদক : প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সমস্যা ও কল্যাণে সংগঠিতভাবে কাজ করার লক্ষ্যে সৌদি আরবের মদিনায় বাংলাদেশ কমিউনিটি মদিনার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক আনিসুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।

তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে কমিউনিটি সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ কমিউনিটি মদিনা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হান্নান মুসাফির। আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মুমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও একটি টেলিভিশন চ্যানেলের সিনিয়র রিপোর্টার এম ওয়াই আলাউদ্দিন, ব্যবসায়ী ও ইনভেস্টর হাফিজ আহমেদ খান, ইনভেস্টর সবুজ আহমেদ ও সোহরাব হোসেন।

বক্তারা বলেন, বাংলাদেশ কমিউনিটি মদিনা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করে আসছে। ভবিষ্যতে প্রবাসীদের অধিকার রক্ষা ও সমস্যা সমাধানে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা জানান।

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ কমিউনিটি মদিনার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর ফারুক মাহবুবকে সভাপতি, সাংবাদিক আনিসুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক এবং আশরাফুল ইসলাম রবিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656