শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

​বিশ্বনাথে ইসলামী ব্যাংক চুরি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী স্টেশন বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে চুরির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এই চুরির ঘটনাটি ঘটে। তবে ব্যাংকের ভল্ট ভাঙতে ব্যর্থ হওয়ায় বড় অঙ্কের টাকা চুরির হাত থেকে রক্ষা পেয়েছে এই আউটলেট।

​আউটলেটের সিসিটিভি ফুটেজ এবং ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে দুই জন মুখোশধারী ব্যক্তি আউটলেটের পশ্চিম দিকের একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দীর্ঘ সময় ধরে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা চালায়। অনেক চেষ্টা করেও ভল্ট খুলতে ব্যর্থ হয়ে তারা অফিসে থাকা একটি মোবাইল ফোন (যার মূল্য অনুমান ১০ হাজার টাকা), একটি ট্যাব (যার অনুমান মূল্য ১৫ হাজার টাকা) ও ক্যাশে থাকা নগদ দেড় হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

​আউটলেটের ম্যানেজার আবুল কাহার জানান, রবিবার সকালে ব্যাংকে এসে ক্যাশিয়ার ফাহিম শাহরিয়ার রাফি জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান। পরে, সিসিটিভি ফুটেজ যাচাই করে চুরির বিষয়টি নিশ্চিত হই আমরা। তিনি বলেন, ‘চোরেরা ভল্টের কোনো ভাঙতে পারেনি। তবে আমাদের অফিসিয়াল মোবাইল, ট্যাব ও নগদ দেড় হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে’।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656