রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১১ বছর স্বাস্থ্য সহকারী পদে কাজ করেও স্বাস্থ্য সহকারী হতে পারেননি ২১ জন যুবক।তীব্র তাপদাহ: ঘাম, প্রখর রোদ উপেক্ষা করেও ফসলের মাঠে কৃষকর কৃষাণী।জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যু বার্ষিকী।সুনামগঞ্জে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে কর্মসূচী। গণধর্ষণের ধামাচাঁপা: কিশোরীকে ১১দিন পর উদ্ধার করেও হয়নি মামলা। কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ -!!সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ ওসি ছাতক থানার শাহ আলম-!!নাসিরনগরে” সর্বজনীন পেনশন স্কিম” এর উদ্বুদ্ধকরণ সভা। হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক -!!জগন্নাথপুরে বাড়ি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে-!!

তালায় নিজ উদ্যোগে ৪০ হাজার তালগাছ রোপন করলেন বৃক্ষপ্রেমী মোঃ কোহিনুর ইসলাম শেখ। হাওড় বার্তা

মোঃ লিটন হুসাইন
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৭৩ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

নিজ উদ্যোগে তালগাছের বীজ রোপন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলা আঠারোই গ্রামের মৃত আয়জুদ্দীন শেখের ছেলে কোহিনুর ইসলাম শেখ ( ৪৮)।

১২ বছর বয়স থেকে শুরু করে ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলার আগাম প্রস্তুতি গ্রহণ প্রকৃতির সৌন্দর্য,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে আজীবন মেয়াদী এক নিজ এলাকায় প্রথমে বাবলা ও খৈ গাছের হাজার হাজার চারা রোপণ করে

গত ৫-৭ বছর ধরে উপজেলার আগোলঝাড়ার ঝুঁড়িঝাড়া মাঠের পাশদিয়ে ,তালা ব্রীজ সংলগ্ন এলাকায়,তালার ঝাউতলা মাদ্রাসা থেকে খেজুর বুনিয়া বাজার পর্যন্ত, ইসলাম কাটি সরকারি পুকুর পাড়ে, তালার গোপালপুর খোলা জানালা ( ইকোপার্ক) সহ রাস্তা ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ৫ কিলোমিটার রাস্তায় তালা গাছ রোপণ করেন। বৃক্ষরোপন তার নেশা হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে সে নিজের অর্থায়নে সাতক্ষীরা- খুলনা মহাসড়কে শুভাশুনি বাজার হতে বিনেরপোতা ব্রীজ পর্যন্ত রাস্তার দু পাশে ১৫ কিলোমিটার তালের আটি রোপন করেন গাছগুলোর এখন সূ-দৃশ্যমান। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ৪০ হাজার তাল গাছের বীজ রোপন করেছেন।

বৃক্ষপ্রেমী মোঃ কোহিনুর ইসলাম শেখ দরিদ্র পরিবারের সন্তান হয়েও সে সংসার চালানোর পাশাপাশি নিজের উপার্জনের কিছু জমানো টাকা দিয়ে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে চলাচ্ছে তার এই নীরব বৃক্ষ রোপন কর্মসূচি। পরিবারের নানা অভাব অনাটনেও তার এ বৃক্ষ রোপন কর্মসূচি কখনো থেমে যায়নি। তার এই সবুজ কর্মকান্ডের জন্য সাতক্ষীরা জেলার ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিতি লাভ করেছেন। আবার কেউ কেউ তাকে বৃক্ষ পাগল, বৃক্ষবন্ধু, পরিবেশ যোদ্ধা, সাদা মনের মানুষও হিসেবেও ডাকেন।

বৈশ্বিক তাপমাত্রা জলবায়ু পরিবর্তন ইত্যাদির ক্ষতির ব্যাপকতা রোধ করে আগামী প্রজন্মের বসবাসের উপযুক্ত পরিবেশ এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে মোঃ কোহিনুর ইসলাম এই বৃক্ষ বিপ্লব চালিয়ে যাচ্ছেন।

তার এই সামাজিক কর্মকান্ড দেশের উপকূলীয় অঞ্চলে সবুজ বাংলাদেশ গড়ার জন্য কোহিনুর ইসলাম এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বৃক্ষপ্রেমী মোঃ কোহিনুর ইসলাম হাওড়- বার্তা কে জানান ১২ বছর বয়স থেকে আমি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপন করে আসছি। এই কার্যক্রম করে আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি যা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। সরকারী ভাবে সার্বিক সহযোগিতা পেলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ শ্যামল ও সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই এবং সাতক্ষীরা জেলা থেকে বাংলাদেশকে বিশ্বের সবুজ রোল মডেল হিসেবে তুলে ধরতে জীবনের শেষদিন পর্যন্ত এমন কার্যক্রম চালিয়ে যাবেন বলে তিনি অভিব্যক্ত প্রকাশ করেন।

তিনি আরো জানান এ বছর তালা ব্রীজ সংলগ্ন এলাকায় থেকে জেঠুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার ও ইসলামকাটি বাউখোলা থেকে বদরমোড় এলাকা পর্যন্ত দুই কিলোমিটার তালের বীজ রোপন করবেন বলে জানিয়েছেন। এছাড়াও তার জীবদ্দশায় তিনি ৫ লক্ষ তালের বীজ রোপণ করবেন বলে জানান। মোঃ কোহিনুর ইসলাম শেখ আরো বলেন জ্ঞানীগুণী লোকেরা বলেন তার গাছ বজ্রপাত রক্ষা ও সরকারের ভবিষ্যতে রাজস্ব আদায়ের একটি অংশ হিসাবে কাজে লাগাবেন বলে তিনি মনে করেন।

এ বিষয়ে সামাজিক বন বিভাগ তালা উপজেলা ফরেষ্টার মোঃ ইউনুছ হাওড়-বার্তা কে জানান আমারা মোঃ কোহিনুর ইসলামকে টেকনিক্যাল সহযোগিতা করেছি। এটা নি:সন্দেহ একটিি গুরুত্বপূর্ণ ভূমিকা উপজেলার সকলে তাকে অনুসরণ করলে এদেশ একদিন সবুজ দেশে পরিনত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281