শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

মোবাইলে গেম খেলতে বাধা দেওয়ায় ডুমুরিয়ায় এক স্কুলছাত্রীর আত্মহত্যা

নিত্যানন্দ সরকার অয়ন
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৯৩২ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ আগস্ট) রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার কাগুজীপাড়া গ্রামে। বড় ভাইয়ের কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বৃষ্টি খাতুন (৯)নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কাগুজিপাড়া গ্রামের সেলিম শেখের মেয়ে স্হানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বৃষ্টি খাতুন মঙ্গলবার রাত ৮ টার দিকে তার বড় ভাই আসিক(১৪) এর কাছে তার মোবাইল ফোনটি গেম খেলার জন্যে চায়। কিন্ত ভাই তাকে মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষোভে অভিমানে নিজ শোয়ার ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656