শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে ১৮ বোতল মদসহ গ্রেফতার তাকমান

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৮৩৬ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে র‍্যাব-৯ এর অভিযানে বিশ্বনাথ থানাধীন এলাকা থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদসহ তাকমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) রাত ১১টায় র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

রোববার (৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।

অভিযানে নেতৃত্ব দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন কারিকোনা (কানাইপুর) সাকিনস্থ মেসার্স নূরুল ইসলাম ফিলিং ষ্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তি কাছ থেকে ১৮ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মো. তাকমান (২৮), পিতা- মৃত তোতা মিয়া, সাং- টিএনটি রোড, নতুন বাজার, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(ক)ধারা মূলে সিলেট জেলার বিশ্বনাথ থানায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামতসমূহ হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656