


নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ১৫ দিনব্যাপী শিক্ষিত বেকার যুব-নারীদের আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
যুবকদের সক্ষমতা বৃদ্ধিমূলক স্থানীয় সরকার বিভাগ (ইউজিডিপি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তরের স্থায়ী কমিটির বাস্তবায়নে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
১১-আগস্ট বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রশিক্ষণ কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণটির শুভ-উদ্ধোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী৷ উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ও উক্ত প্রকল্পের উপজেলা সহায়ক (অঃদাঃ) বিভা রায়ের সঞ্চালনায় এসময় প্রশিক্ষণ কক্ষে উপস্থিত থেকে গ্রুরুত্বপূর্ণ মূলক আলোচনা তুলে ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা প্রমূখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন স্থানীয় যুবক ও যুব নারীকে ১৫ দিনের এ প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় উপস্থিত প্রশিক্ষনরত যুবক ও নারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা এ প্রশিক্ষনটি মনোযোগ দিয়ে করবেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

