শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ডিমলায় আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ ফেরদৌস কিবরিয়া
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৮৫৬ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ১৫ দিনব্যাপী শিক্ষিত বেকার যুব-নারীদের আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

যুবকদের সক্ষমতা বৃদ্ধিমূলক স্থানীয় সরকার বিভাগ (ইউজিডিপি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তরের স্থায়ী কমিটির বাস্তবায়নে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
১১-আগস্ট বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রশিক্ষণ কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণটির শুভ-উদ্ধোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী৷ উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ও উক্ত প্রকল্পের উপজেলা সহায়ক (অঃদাঃ) বিভা রায়ের সঞ্চালনায় এসময় প্রশিক্ষণ কক্ষে উপস্থিত থেকে গ্রুরুত্বপূর্ণ মূলক আলোচনা তুলে ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা প্রমূখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন স্থানীয় যুবক ও যুব নারীকে ১৫ দিনের এ প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় উপস্থিত প্রশিক্ষনরত যুবক ও নারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা এ প্রশিক্ষনটি মনোযোগ দিয়ে করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656