শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

বিশ্বনাথে চোরাই নলকূপসহ দুই চোর আটক

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে সাতটি চোরাই নলকূপ ও দুটি ভ্যানগাড়িসহ পেশাদার দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক কাওছার আহমদ (১৮), উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তাহিদুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া (২৫), হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জব্দ করা হয় সাতটি নলকুপ ও দুটি ভ্যানগাড়ি।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর সাইফুল মোল্লা বলেন, গ্রেফতার দু’জনেই পেশাদার চোর। নলকূপ ও ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। মামলা নেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656