শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে গণ অবস্থান

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে জগন্নাথপুর, বৈরাগীবাজার-সিংগেরকাছ সড়কসহ উপজেলার বিভিন্ন ভাঙা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে গণ অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ২টায় পৌরশহরের বাসিয়া ব্রিজের দক্ষিণমুখে তিনটি সংযোগ সড়কের যান চলাচল বন্ধ রেখে এ কর্মসূচী পালন করে বিশ্বনাথ সচেতন সমাজ কল্যাণ সংস্থা। এ কর্মসূচীতে স্ব-স্ব ব্যানার নিয়ে অংশ নেয় মানবতার ঘর সিংগের কাছ ও মানবসেবা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন।

সংগঠনের আহবায়ক ফজল খান সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠক বিভাংশু গুণ বিভু, সিরাজুল ইসলাম, রওনক আহমদ এনাম, বিভাস দে, আমিনুল ইসলাম, মঈন উদ্দিন, ইকবাল আহমদ, হাবিব রহমান, নজরুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, মানবতার ঘর সংগঠনের সদস্য শাহাব উদ্দিন নাজেল, আমিনুল ইসলাম, শাকিল আহমদ, আলিম উদ্দিন, হাবিব রহমান, মানবসেবা ফাউন্ডেশনের সদস্য কামরুল ইসলাম সাব্বির, লিমন আহমদ, সাজন আহমদ, বাদশা মিয়া, সিদ্দেক মিয়া, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুকমান মিয়া ও সাধারণ সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656