শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিলেন দানবীর আলাউদ্দিন আহমেদ

কে এম শহীন রেজা
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের রূপকার ও আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীর জনক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান দানবীর আলাউদ্দিন আহমেদ করোনা কালীন সময়ে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করলেন।

গত বৃহস্পতিবার থেকে শুরু করে ০৪ সেপ্টেম্বর শনিবার সকাল পর্যন্ত তিন দিন ধরে আলাউদ্দিন নগরের অসহায় দুস্থ ও গরিব দুঃখী ৩০০ শত পরিবারের মাঝে নিজ বাড়িতে খাদ্য সামগ্রী তিনি নিজ হাতে বিতরণ করেন। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে ইতিপূর্বে তিনি ঢাকাতে অবস্থানরত অবস্থায় পরিবারের সদস্যদের দিয়ে গরিব, অসহায়, দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে এসেই তার জন্মভূমি আলাউদ্দিন নগরের গরিব দুঃখীদের মাঝে চাউল, ডাউল, তেল, আটা, লবণ, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বস্তায় ভরে তা বিতরণ করেন। এ সময় সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পরিবারের সকল সদস্যবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656