শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শেখ রাসেল মর্নিং ফুটবল টুর্নামেন্ট অনু‌ষ্টিত 

হাসান আহমদ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে
সি‌লেট ফুটবল একাদশ শাহী ঈদগাকে হা‌রি‌য়ে সালেহ আহমেদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন 

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি

সি‌লে‌টের শেখ রাসেল মর্নিং ফুটবল টুর্নামেন্ট ২০২১ সা‌লে অনু‌ষ্টিত খেলায় আটটি দল খেলায় অংশগ্রহণ করেন। দু‌টি দলের ম‌ধ্যে পাল্টা পা‌ল্টি উ‌ত্তেজনার ম‌ধ্যে সালেহ আহমেদ স্পোর্টিং ক্লাব ৪ গোলে জয়লাভ করে রাজু আহমেদ ফুটবল একাদশ শাহী ঈদগাকে হা‌রি‌য়ে চ্যাম্পিয়ন হয়ে‌ছেন সালেহ আহমেদ স্পোর্টিং ক্লাব।

গত শুত্রুবার সকা‌লে সি‌লেটের টু‌কের বাজার এলাকার টু‌কের গাও গ্রা‌মের সি‌টি খেলার মাঠে এ খেলাটি অনু‌ষ্টিত হয়। রানার্সআপ রাজু আহমেদ ফুটবল একাদশ শাহী ঈদগা সিলেট।

বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ছাতক উপ‌জেলার আওয়ামী লীগের নেতা ও গো‌বিন্দগঞ্জ সৈ‌দেরগাও ইউ‌নিয়‌নে চেয়ারম্যান আখলাকুর রহমান ও ইউ‌পি মেম্বার আব্দুল মা‌লেক। এসময় সি‌লেট ও সুনামগঞ্জ- জেলা ক্রীড়া সংস্থার নেতা কমীরা উপ‌স্থিত ছিলেন। ##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656