শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

মোঃ ইন্নাচ হোসেন
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭৮ বার পড়া হয়েছে

মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে বরুনাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. উজ্জ্বল রহমান (৩৫)। তিনি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে। তিনি শহরের কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।নিহতের সহকর্মী একই কলেজের শিক্ষক মোঃ ওয়ালিউজ্জামান বলেন, কলেজ শেষে নিজ মোটরসাইকেল চালিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল রহমান।

মাগুরার মহম্মদপুর আঞ্চলিক সড়কের বরুনাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ইজিবাইকের মধ্যে পড়ে যান তিনি। এতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।কলেজ শেষে নিজ মোটরসাইকেল চালিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল রহমান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা তন্নি বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাইক্রোবাসসহ চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656