শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান দিন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫৬ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর। “ওসি দোয়ারাবাজার” নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে কুড়িয়ে পাওয়া শিশুটির ছবিসহ পোষ্ট করে তিনি এ আহবান জানান।

জানা যায়, সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলা কমপ্লেক্স’র সামনে ১১ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুটিকে কুড়িয়ে পেয়ে থানায় নিয়ে আসেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ বারী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম। এসময় শিশুটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। যে কারণে তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

শিশুটি দোয়ারাবাজার থানার তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। শিশুটির পরিচয় পেলে দোয়ারাবাজার থানা (০১৩২০১২০৯২০), সমাজসেবা অফিসার (০১৭১১৯৫৫৯৯৫) অথবা সদর ইউপি চেয়ারম্যান’র (০১৭১১৩০৯২৯২) মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন থানার ওসি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656