শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

রাঙামাটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যােগে বাৎসরিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠিত ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১২ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধিঃ

১০ইং সেপ্টেম্বর ২০২১ শুক্রাবার সকাল ১০ টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রি স্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখা বাৎসরিক সাধারণ সভা-২০২১। ও রাঙামাটি সদর উপজেলা শাখা কমিটি গঠন। এই স্লোগান কে সামনে রেখে এগিয়ে যাওয়া “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”
প্রধান অতিথি -অধ্যাপক জিন বোধি ভিক্ষু কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সভাপতিত্ব ঃ দীপন কুমার ঘোষ, সভাপতি রাঙামাটি জেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।স্বাগতম বক্তব্য ঃ পলাশ কুসুম চাকমা সাধারণ সম্পাদক রাঙামাটি জেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আরো উপস্থিত, তপন কান্তি বড়ুয়া মাস্টার ডাঃ সুপ্রিয় বড়ুয়া, সমীরন বড়ুয়া,মনিষা দেওয়ান, চাইথোয়াইমং মারমা সহ বিভিন্ন উপজেলা জেলা কমিটি শাখা নেতৃত্ব সংগঠনের সদস্য সদস্যা অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জিন বোধি ভিক্ষু বলেন,আমাদের সংখ্যালগুদের নিপিড়ীত নির্যাতিত নিপিড়ন বিরুদ্ধের সোচ্চার হতে হবে, এবং মৌলিক অধিকার আদায়ের সাথে আমাদের সংগঠনের পথ চলা। এটা এটি অরাজনৈতিক সংগঠন সংখ্যালগুদের সুখে দুঃখের কথা বলি বলব। আমাদের ভূমি দখলে রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি যারা মুক্তি যোদ্ধা অংশগ্রহণে ভূমিকা রাখছে অপরিসীম। ১৯৭১ সালে পাকহানাদার সাথে লড়াই করে এদেশ স্বাধীন সার্ভভৌমক্ত পেয়েছি। একতাবদ্ধ ভাবে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া এটা মূল ল ক্ষ্য। এখানে বৈষম্য দুর করতে হবে। এদেশের যার অধিকার ও মানবাধিকার কথা আমরা বলতে পারি। বিভিন্ত প্রান্তের ছড়িয়ে ছিটিয়ে পিছিয়ে পড়া সংখ্যালগুদের লোকেদের তৃনমূল পর্যায় তুলে আনা। সংখ্যালগুদের নির্যাতন বন্ধ করুন বন্ধ করতে হবে। শেষান্তে সকলকে ঐক্য একযোগে কাধে-কাধ মিলে এক হয়ে কাজ করতে প্রধান অতিথি আহবান জানাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656