শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

নাসিরনগর ফান্দাউকে ইসলামী ব্যাংকিং এর শুভ উদ্বোধন

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট ব্যাংকিং আউটলেট এঁর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২১ সেপ্টেম্বর দুপুরে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক বাজার মধু বণিক মার্কেট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ জেলার শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ আব্দুর রফিক মিয়া এঁর সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, সুহিলপুর ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট নির্বাহী পরিচালক মোঃ এস এম শাহীন, সুলতানপুর ইসলামী ব্যাংকিং শাখার নির্বাহী পরিচালক মোঃ তাহের উদ্দিন ভূইয়া, মোড়াকুড়ি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম, নাসিরনগর প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন, বন্ধন এন্টারপ্রাইজ ফান্দাউক বাজার প্রোপ্রাইটর ডা. মোঃ এরফানুল হক লিটন। ফান্দাউক বাজার শাখার অফিসার মোঃ আশিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফান্দাউক বাজার এজেন্ট ইনচার্জ মোঃ লিয়াকত হোসেন, সাবেক যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, ফজলু মিয়া প্রমূখ ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফান্দাউক বাজারের ব্যবসায়ীগণ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, গদ্দিনশীন, মোতাওয়ালী পীর সাহেব ( কচুয়া মিরানিয়া দরবার শরীফ এবং গাউছিয়া মিরানিয়া রায়হানিয়া দরবার শরীফ দাঁতমন্ডল ( রসুলপুর) সৈয়দ নাসির রায়হান আল কাদেরী ( মাঃ জিঃ আঃ)। পরিচালক ছিলেন, ডা.মোঃ এরফানুল হক ( লিটন) ও এরসানুল হক ইব্রাহীম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656