শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বাঙালি জাতি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাচ্ছে -পরিকল্পনামন্ত্রী 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৫ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ অদ্য ২৪শে সেপ্টেম্বর (শনিবার) দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান রচিত আত্মজীবনীমুলক গ্রন্থ স্মৃতিময় দিনগুলোর প্রকাশনা অনুষ্ঠান ও মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন সহজ সরল সাবলীল ভাষায় রচিত স্মৃতিময় দিনগুলো বইটি পড়ে আমার ভালো লেগেছে। এবং তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়তে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান স্মৃতিময় দিনগুলো গ্রন্থের প্রণেতা আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে সাংবাদিক অমিত দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমেদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,সেক্রেটারি রেজাউল করিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, স্মৃতিময় দিনগুলো বইয়ের মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাসিক আল ইসলাহ সম্পাদক কবি সেলিম আউয়াল ও আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট ভাটেরিয়ানের আহ্বায়ক লুৎফুর রহমান।

# হাওড় বার্তা ডটকম /শহিদুল ইসলাম রেদুয়ান /২৫শে সেপ্টেম্বর ২০২১ইংরেজি। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656