শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

বিশ্বনাথে ১০ বোতল মদসহ রাসেল গ্রেফতার 

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে ১০ বোতল মদসহ একাধিক মামলার আসামি এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তার নাম রাসেল মিয়া ওরফে সুমন (২৮)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর গ্রামের মনির মিয়ার ছেলে। এর আগে দিন শনিবার রাত ৮ টার দিকে নকিখালি বাজারের পার্শ্ববর্তী নরসিংপুর গ্রামের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে সবুজ রঙের একটি শপিং ব্যাগে থাকা ১০ বোতল মদসহ জব্দ করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার অন্য দুই সহযোগী উপজেলার কালিগঞ্জ গ্রামের ময়না (৪২) ও আমতৈল গ্রামের ইসলাম (৩৮)।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রুমেন বলেন, বিক্রিয়ের উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থানকালে রাসেলকে গ্রেফতার করি।

তার বিরুদ্ধে বিশ্বনাথ ও ছাতক থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সে ও তার সহযোগীরা কুখ্যাত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে। মামলা নং ১৮ তারিখ ২৬-০৯-২০২১ইং।

এবিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আজ রবিবার দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656