শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

রাজস্থলীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

চাইথোয়াইমং মাৱমা
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪১ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

“তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসন আয়োজনের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, ডাঃ রুইহলাঅং মারমা, পি আই ও, রবিউল ইসলাম, থানা সহকারি পুলিশ পরিদর্শক ইউসুফ আলী, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সভায় বক্তারা বলেন, তথ্যপ্রাপ্তি ও আদান প্রদানে জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে বিবেক সচেতন ও সঠিক সিন্ধান্ত পথে নিতে সহায়তা করে থাকে। দেশের সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সর্বস্তরে দুর্নীতি দূরীকরণে একটি কার্যকর হাতিয়ার মনে করি। এছাড়াও দেশের দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে তথ্য অধিকারে গুরুত্ব ভুমিকা অপরীসিম রাখে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656