শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিশ্বনাথে কারামুক্ত নিজাম উদ্দিন সিদ্দিকী

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

কারাগার থেকে মুক্তি লাভ করেছেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জাবীনে মুক্তি লাভ করেন তিনি।

এর আগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় গত ১২ সেপ্টেম্বর বিশ্বনাথ থানা পুলিশের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন।

মুক্তি পাওয়ার পর কারাফটকের সামনে তাকে ফুল দিয়ে বরণ করেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর বিশ্বনাথ উপজেলার গন্ধারকাপন গ্রামে উপজেলা জামায়াতের নায়েবে আমীর এমাদ উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত জামায়েতের এক গোপন বৈঠক (উপজেলা মাসিক বৈঠক) থেকে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ’সহ জামায়াতের শীর্ষ ১৭ নেতাকে আটক করে থানা পুলিশ।

এঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা (জিআর মামলা নং- ২২৩/২০১৮ইং) দায়ের করে।

ওই মামলায় আসামী করা হয় উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীকে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১২ সেপ্টেম্বর থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656