শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ওষখাইন রজায়ী দরবার শরীফের তিন দিন ব্যাপী জশনে জুলুছ ৭ই রবিউল থেকে শুরু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে

ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানান কর্মসূচির মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ৭,৮,৯ই রবিউল আওয়াল চন্দনাইশ নূরে মোহাম্মদীয়া জামে মসজিদ পায়রা মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের বিশ্ব নূর মঞ্জিলে জশনে জুলুছের জমায়েত হবে।

উক্ত জশনে জুলুছে ছদারত করবেন -আওলাদে আলী রজা পীরে ত্বরিকত রাহনুমানয়ে শরীয়ত রাহবারে আহলে সুন্নত হযরত শাহ্ ছুফি মৌলানা মোহাম্মদ একরামুল হক রজায়ী (মাঃজিঃআঃ),

পীরে ত্বরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুলহাজ্ব কাজী মৌলানা মোহাম্মদ এরশাদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ),

পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ)।

তিন দিন ব্যাপী কর্মসূচি মধ্যে রয়েছে ৭ই রবিউল আওয়াল প্রথম অধিবেশনে জিকিরে মোস্তাফা (দঃ),৮ই রবিউল আওয়াল দ্বিতীয় অধিবেশনে খতমে কুরআন,সহীহ্ বুখারী শরীফ ও ৯ই রবিউল আওয়াল তৃতীয় অধিবেশনে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ)।

এরপর আলোচনা, মিলাদ এবং বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিশ্ব নূর মঞ্জিলের সুযোগ্য শাহজাদা নায়েবে মোন্তাজিম নাঈম উদ্দীন রজায়ী স্বাধীন বাংলা ৭১পত্রিকাকে জানান, ‘জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) শরিয়ত সম্মতভাবে খুশি উদযাপনের ক্ষেত্রে ইসলামি সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিবছর ন্যায় এই বছরেও জুলুসে হাজার হাজার আশেক ভক্ত মুরিদানগণ অংশগ্রহণ করবেন। এরইমধ্যে জুলুস আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656