শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ওষখাইন রজায়ী দরবার শরীফের জশনে জুলুছের প্রস্তুতি সভা

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৬৭৪ বার পড়া হয়েছে

আনোয়ার (চট্টগ্রাম) প্রতিনিধি 

রবিউল আওয়াল মাসকে স্বাগত জানিয়ে ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফে উদ্যোগে আগামী ৭,৮ও ৯ই রবিউল আওয়াল সর্ব বৃহত্তম পবিত্র জশনে জুলুসে ঈদ- এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল করার লক্ষে ২ই অক্টোবর (শনিবার) বাদে মাগরিব ওষখাইন, মামুরখাইন,তাতুয়া এলাকাবাসীকে নিয়ে ওষখাইন রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে জশনে জুলুছের প্রস্তুতি সভা শাহজাদা মৌলানা মোহাম্মদ মশিউর রহমান আল-কাদেরীর সঞ্চলনায় রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন-ওষখাইন রজায়ী দরবার শরীফের পীরজাদা কাজী মৌলানা মোহাম্মদ এরশাদুল্লাহ রজায়ী, শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী,লিয়াকত আলী,মোঃ হাছান,আরফ আলী,আশরাফ আলী, মোঃ আলী,শাহজাদা মিরু সহ আরো অনেকে।

বক্তারা বলেন-সকল কাজের জন্য পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার কথা মনে থাকলে মানুষ কখনো অন্যায়-অপরাধ ও সীমালংঘন করতে পারে না। তাকওয়াভিত্তিক আদর্শনিষ্ঠ জীবন গড়াই আহলে সুন্নাতের প্রকৃত শিক্ষা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656