শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

তালায় বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ তরিকুল ইসলামের জানাজা সম্পন্ন

মোঃ লিটন হোসাইন (তালা সাতক্ষীরা প্রতিনিধি)
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৬৯৫ বার পড়া হয়েছে

তালায় ব্যবসায়ী ও খেলোয়াড় সৈয়দ তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।(ইন্না লিল্লাহী ওয়া……রাজিউন) সোমবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নতুনরাস্তা এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

আজ আছরবাদ তালা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থান আটারই গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে।
তরিকুল ইসলামের ভাই সৈয়দ সোহেল জানান,খুলনার আবু নাসের হাসপাতালে মা রহিমা বেগম চিকিৎসাধীন রয়েছেন। আমাদের ছোট ভাই সৈয়দ তরিকুল ইসলাম মাকে দেখতে গিয়েছিলেন। মাকে দেখে মোটরসাইকেল যোগে খুলনা থেকে বাড়িতে ফেরার পথে ডুমুরিয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তরিকুল মৃত্যুবরণ করেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল।বিপরীত দিক খুলনা থেকে তরিকুল ইসলাম মোটরসাইকেলযোগে সাতক্ষীরার তালায় ফিরছিলেন।পথিমধ্যে নতুন রাস্তা এলাকায় একটি ইজিবাইক ওভারটেক করার পর পেছনে থাকা ট্রাকটি ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছন দিকে আঘাত করে তরিকুল। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাকটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656