শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী মিলন-এর মৃত্যু! 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫৭০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদনঃ দিন যত যাচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাড়ছে। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের আহসানমারা সেতুর পার্শ্বে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে মিলন মিয়া(২৯) মৃত্যু হয়েছে।

মিলন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামের আব্দুল করিমের ছেলে। বৃহষ্পতিবার(৭ অক্টোবর) বিকাল ৪ঘটিকায় আহসান মারা সেতুর দক্ষিণ পার্শ্বে এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাটির সততা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম বলেন, মিলন মিয়া বিকেলে শান্তিগঞ্জ থেকে মোটর সাইকেল চালিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন। এসময় সুনামগঞ্জ থেকে একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। আহসানমারা সেতুতে মোটর সাইকেল আরোহী মিলন মিয়াকে পিকআপটি চাপা দেয়। এতে তিনি মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656