শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফে জশনে জুলুছে হাজারো জনতা

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৭৫৫ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-পবিত্র মাহে রবিউল আওয়াল মাসকে স্বাগত জানিয়ে ঐতিহ্যবাহী আনোয়ারা ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফে প্রতিবছরের ন্যায় এই বছরও ভাবগাম্ভীর্য সহীত জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।

১৬ই অক্টোবর (শনিবার) সকালে ওষখাইন আলী নগর রজায়ী দরবার থেকে শুরু হয়ে চন্দনাইশ-পটিয়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওষখাইন রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে জমায়েত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত জুলুছে ছদারত করেন,আওলাদে আলী রজা পীরে ত্বরিকত রাহনুমানয়ে শরীয়ত রাহবারে আহলে সুন্নত, হযরত শাহ্ ছুফি একরামুল হক শাহ্ (মাঃজিঃআঃ)পীরজাদ কাজী এরশাদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ)পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ)

মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন জানসীনে ইমামে আহলে সুন্নত পীরে ত্বরিকত ওস্তাজুল ওলামা হযরত শাহ্ ছুফি মুফতি আবুল এরফান হাশেমী মুনঈমী (মাঃজিঃআঃ),মাওলানা মশিউর রহমান রজায়ী,পীরজাদা মাওলানা রবিউল হোসেন রজায়ী,শাহজাদা খাইরুল বশর ছিদ্দীকি (ফয়ছাল)

সার্বিক সহযোগিতায় ছিলেন নায়েবে মোন্তাজিম শাহজাদা মাওলানা নাঈম উদ্দীন রজায়ী।

এরপর আলোচনা, মিলাদ এবং বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656