


বিশ্বনাথ প্রতিনিধি : বহুল প্রচারিত দৈনিক সবুজ সিলেট এর সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান এবং আরো তিন সাংবাদিকের উপর মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পৌর শহরের বাসিয়া সেতুর উপর দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেছেন, দৈনিক সবুজ সিলেট প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের দূর্নীতি-অনিয়ম, সম্ভাবনা ও অবহেলিত মানুষের না বলা কথা সংবাদ আকারে প্রকাশ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এমনই একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় প্রতিপক্ষের আক্রোশের শিকার হয়েছেন মুজিবুর রহমানসহ ৩ সাংবাদিক।
এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বলে বক্তরা দাবি করেন।
তারা বলেন, মুক্ত সাাংবাদিকতার পথ রুদ্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইনকে একটি মহল বিশেষ হাতিয়ার হিসেবে বেচে নিয়েছে।
অবাদ ও স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অভিলম্বে দৈনিক সবুজ সিলেট সম্পাদক ও সম্পাদক মন্ডলী সিলেটের সভাপতি মুজিবুর রহমানসহ ৩ সাংবাদিকের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।
দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা সভাপতি শামসুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় মানববন্ধনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ পৌর সহায়ক কমিটির সদস্য রাসনা বেগম, দৈনিক উত্তরপূর্ব বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, দৈনিক যুগান্তর বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ, দৈনিক যায়যায়দিন বিশ্বনাথ প্রতিনিধি কামাল মুন্না, দৈনিক শুভ প্রতিদিন সহকারি বার্তা সম্পাদক নবীন সোহেল, দৈনিক সিলেট বাণী বিশ্বনাথ প্রতিনিধি অসিত রঞ্জন দেব, দৈনিক নবোদয় বিশ্বনাথ প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক আজকের পত্রিকা বিশ্বনাথ প্রতিনিধি জামাল মিয়া, সংবাদকর্মি আহমদ আলী হিরণ, সংগঠক হোসাইন আহমদ শাহিন, শাহজাহান, ঝলক আচার্য্য, এনজিও কর্মি মুক্তা রাণী দেব, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা সদস্য ফয়ছল আহমদ, নাদিম আহমদ, সুহেল আহমদ, শরিফ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

