


বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পোল্ট্রি ফার্মে মুরগী খেতে এসে পাতানো ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। উপজেলার রজকপুর গ্রামের ইছবর আলীর বাড়িতে এঘটনাটি ঘটে।
বাঘ আটকের খবর পেয়ে বাঘটি এক নজর দেখতে এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় করেন। বাঘটি প্রায় দুই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা।
ইছবর আলী জানান, বাড়িতে তার মালিকাধীন পোল্ট্রি ফার্মে বিগত কয়েক দিন যাবৎ হানা দেয় বাঘ। এতে তিনি বেশ ক্ষতিগ্রস্থ হন।
এরপর থেকে তিনি ফাঁদ পেতে বাঘটি আটকের চেষ্টা করেন। একপর্যায়ে রাখলে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে ওই বাঘটি লোহার তৈরি খাঁচার ফাঁদে ধরা পড়ে।
এরপর তিনি বন বিভাগকে খবর সন্ধ্যায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

