শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ওষখাইন দরবার শরীফে হযরত তোফায়েল আহমদ মিয়া (রহঃ)’র বার্ষিক ওরশ আজ

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫২২ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফের প্রতিষ্টাতা চার ত্বরিকার পীর বেলায়তের সম্রাট ৩৬ বছর ধ্যানে এলাহি সূফী মওছুফ আগম শাস্ত্র প্রণেতা হয়রত শাহ সূফী আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ) এর মেঝ মিয়া (পুত্র) হয়রত শাহ সূফী এরশাদুল্লাহ মিয়া (রহঃ)’র আওলাদে পাক হয়রত শাহ সূফী মৌলানা তোফায়েল আহমদ মিয়া (রহঃ) এর বার্ষিক ওরশ মোবারক

২৩শে নভেম্বর মঙ্গলবার পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন শাহ্ (মাঃজিঃআঃ) সভাপতিত্বে ওষখাইন মালেক মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

উক্ত ওরছ মোবারকে সকল আশেক, ভক্ত মুরিদানকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ওষখাইন দরবার শরীফের শাহাজাদা কাজীম উদ্দীন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656