শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

তালায় ইজিবাইকে গলায় চাদর পেঁচিয়ে বৃদ্ধের মৃত্যু

বি এম বাবলুর রহমান
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 

তালায় ইজিবাইকে চড়ে বাজারে যাওয়ার সময় নিজের শীতের চাদর গলায় পেঁচিয়ে মোঃ মোজাহার মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ২৫ শেখ নভেম্বর) বিকাল ৪ টার দিকে তালা উপজেলার খেজুরবুনিয়া বাজার থেকে জাতপুর বাজারে যাওয়ার প্রতিমধ্যে জাতপুর শাপলা প্রি- ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে নিজের চাদর ইজিবাইককে চাকার সঙ্গে জড়িয়ে গলায় পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি তালা উপজেলার , জেয়ালা নলতা গ্রামের,মৃত পিতা জরিপ মোল্লা ছেলে মোঃ মোজাহার মোল্লা (৭৩) ।

ইজিবাইক চালক তালা উপজেলার ফতেপুর গ্রামের দিলীপ দাশ এর পুত্র অধির দাশ পলিয়ে গেলেও ঘটনা স্থল থেকে তালা থানার পুলিশ ইজিবাইক টি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল ইসলাম জানান বৃদ্ধের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং মৃত্যু ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ময়না তদন্তের ইচ্ছা প্রকাশ না করে আবেদন করায় আবেদন মোতাবেক পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656