


ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি
“মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড- ২০২১” সনদ পেলেন ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের বাসিন্দা সাধন কুমার মুখার্জি। তিনি বর্তমানে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই সনদ প্রদান করেন “জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস”। “জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস” এর চেয়ারম্যান এডভোকেট মোঃ মনির হোসেন ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনের এক অনুষ্ঠানে সাধন কুমার মুখার্জি কে এই পদক প্রদান করেন।
২০২০ সালে তিনি খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব লাভ করেন। এর আগে ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ডুমুরিয়ার কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি।
সাধন কুমার মুখার্জি এর সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে কোন পুরস্কারই আনন্দের, আমার ক্ষুদ্র জীবনে বিভিন্ন সামাজিক কাজে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আজকে “জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস” কমিটি যে অমূল্য সম্মাননা প্রদান করেছে তাতে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। আমার এই অর্জন বাংলাদেশের সকল জনগণকে উৎসর্গ করছি।’


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

