শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মৌলভী না থাকায় পরিকল্পনামন্ত্রী নিজেই হাত তুলে দোয়া করলেন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা না থাকায় নিজেই মোনাজাত করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড এলাকায় জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবনের উদ্বোধনের পর মোনাজাত ধরেন করেন মন্ত্রী।

মোনাজাতে মন্ত্রী বলেন, ‘হে আল্লাহ সকল অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তুমি মার্জনা করো, তারা যাতে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। তারা যাতে নিজের বুঝ বুঝতে পারে সেই ধারণক্ষমতা দাও।’

মোনাজাতে তিনি আরও বলেন, ‘হে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তুমি ভালো রেখো, করোনাসহ বড় বড় রোগ থেকে রক্ষা করো, সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা যেভাবে দিনরাত পরিশ্রম করছি সেটা সফল করো। আমিন।’এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ। মোনাজাত শেষে মন্ত্রী আলোচনা সভায় যোগদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656