শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সিলেট সদরের মোগলগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ করলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৭ বার পড়া হয়েছে

মোঃ আক্তর হোসেন সিলেট প্রতিনিধি::-

সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ব্যক্তিগত তহবিলে গঠিত মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হিরন মিয়ার সভাপতিত্বে ও পরতুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস সেলিনা মোমেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর প্রকৌশলী সাইফুল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান হেলেন আহমদ, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও মোমেন ফাউন্ডেশনের সহ—সাধারণ সম্পাদক শফিউল আলম জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান আহমদ, ইউপি সচিব নীহারজিত পাল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক মেম্বার মানিক মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রণজিৎ দত্ত, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওছার আহমদ আনা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেছার আহমদসহ বর্তমান ও নব—নির্বাচিত সদস্যবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656