


আন্তর্জাতিক ডেস্কঃ করোনার টিকা না নিয়ে কেউ জনসমক্ষে চলাফেরা করলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। দেশটিতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বৃহস্পতিবার। এ কারণেই এদিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ওই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘টিকা না নেওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি তারা যেন ঘর থেকে বের না হতে পারে, সেটি নিশ্চিত করতেও বলা হয়েছে নেতাদের। নিয়ম না মানলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে।’ রয়টার্স।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

