শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব কলহের জেরে ছুরি আঘাতে ১জনের মৃত্যু, আটক-২

সাজন বড়ুয়া সাজু
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৭৬ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি

উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবিরের পূর্ব কলহের জেরে ছুরি আঘাতে মৌলভী মনির নামে একজনের মৃত্যু হয়েছে।এই ঘটনায় ২ জনকে আটক করেছে আর্মড পুলিশ।

জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর এইস ব্লকে বসবাসরত কেফায়েতুল্লাহ(২০) এর সাথে একই ব্লকে থাকা মৃত মৌলভী মনিরের মায়ানমারে থাকাকালীন থেকে পারিবারিক দ্বন্দ্ব ছিল। মায়ানমার থেকে বাংলাদেশে আসার পরও তাদের মধ্যে এই দ্বন্দ্ব চলমান থাকে।

গতকাল বিকাল ৪.১০ মিনিটে আঙিনা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে কেফায়েতুল্লাহ এবং মৌলভী মনিরের আপন বড় ভাই পীর মোহাম্মদ এর সাথে ঝগড়া হয় ৷ সেই ঝগড়ার জের ধরে পারিবারিক প্রতিহিংসায় কেফায়েতুল্লাহ সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন লোক গতকাল আনুমানিক ৭.৩০ মিনিটে মৃত মৌলভী মনিরের ঘরের পাশে এসে ধস্তাধস্তি করার সময় পেটের বাম পাশে ছুরিকাঘাত করে ঘটনাস্থল হতে সুকৌশলে পালিয়ে যায় ৷ এ ঘটনার পরিপ্রেক্ষিতে এপিবিএন পুলিশ কর্তৃক ০২(দুই) জন এফডিএমএন সদস্যকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা করেছে।

আটকৃত ব্যক্তির নাম একই ক্যাম্পের এইস ব্লক-২ এর মৃত নুরুর ছেলে মোঃ ইউনুস(৩৫),অপরজন এইস ব্লক-৫ এর মৃত মুতুল হোসেনের পুত্র মোঃ ইয়াসিন (৪৪)।

এই ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656