রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৪ সম্পন্ন।সুনামগঞ্জে রিক্সা চালক ও হতদরিদ্রদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ।সুনামগঞ্জ জেলা বিএনপির প্রবীণ নেতা ওয়াকিফুর রহমান আর নেই-!!ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য হুমকি। সিলেট সদর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার জুয়ার উঠেছে অধ্যক্ষ সুজাত আলী রফিকেরআবারও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হতে চান এড. আবুল হোসেন ১১ বছর স্বাস্থ্য সহকারী পদে কাজ করেও স্বাস্থ্য সহকারী হতে পারেননি ২১ জন যুবক।তীব্র তাপদাহ: ঘাম, প্রখর রোদ উপেক্ষা করেও ফসলের মাঠে কৃষকর কৃষাণী।জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যু বার্ষিকী।সুনামগঞ্জে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে কর্মসূচী। 

চাকরি না পেয়ে ফ্রিল্যান্সার! ৪বছরে ২২লক্ষ ইনকাম।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

প্রযুক্তিই রেজওয়ান করিমের নেশা-পেশা। তার শৈশব-কৈশোর কেটেছে ঢাকায়। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন। দুই ভাই-বোনের মধ্যে রেজওয়ানই বড়। বাবা রেজাউল করিম ইঞ্জিনিয়ার হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত। মা রোজিনা খাতুন গৃহিণী।

রেজওয়ান গাজীপুর প্রাইভেট ক্যাডেট কলেজ থেকে ২০০৮ সালে মাধ্যমিক ও ২০১০ সালে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর অ্যারোনটিকাল ইনস্টিটিউট অব বাংলাদেশ থেকে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেন। ২০১৬ সালে ইন্টার্নশিপ শেষ করার পর অনেক চেষ্টা করেও চাকরি হচ্ছিল না তার। তারপর অনেক ভেবে ক্যারিয়ার শিফট করার চিন্তা করেন।

রেজওয়ান বলেন, ‘ছোটবেলা থেকেই টেকনোলজির প্রতি আমার প্রচণ্ড আগ্রহ ছিল। ২০০০ সালে আব্বু তার অফিসিয়াল কাজের জন্য কম্পিউটার কিনেছিলেন। ওই সময় থেকেই কম্পিউটার বা টেকনোলজির প্রতি আমার আকর্ষণ বাড়তে থাকে। তখন আমরা অগ্নি নামক একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট ব্যবহার করতাম। সে সময়ে ইন্টারনেট ব্যবহার করা অনেক কঠিন ও ব্যয়বহুল ছিল। খুব কম সংখ্যক মানুষ তখন ইন্টারনেট ব্যবহার করতেন। তখন থেকেই আমি ইন্টারনেটের খুটিনাটি বুঝতাম। যেহেতু চেষ্টা করার পরও আমার সেক্টরে চাকরি হচ্ছিল না, তাই আমি ভিন্ন উপায় খুঁজছিলাম। শেষে ভেবেচিন্তে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করি।’

ইন্টারনেটে গুগল, ইউটউব ঘেটে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে জানতে শুরু করেন রেজওয়ান। তবে সমস্যা হচ্ছিল ফ্রিল্যান্সিংয়ের কোন সেক্টরে কাজ করবেন, তা ভেবে পাচ্ছিলেন না। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সবচেয়ে সহজ যে ক্যাটাগরি ছিল, তা হলো ওয়েব রিসার্চ। তাই এটা নিয়েই কাজ করার সিদ্ধান্ত নেন। তারপর ইউটিউবে ভিডিও দেখে আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট খোলেন। এরপর কাজের জন্য সেখানে বিড করেন। প্রথমে কোনো রকম কাজ পাচ্ছিলেন না। টানা ৩ মাস অ্যাপ্লাই করার পরে প্রথম ৭৫ ডলারের কাজ পান রেজওয়ান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281